• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সজীবের প্রধান পেশা অনলাইনে প্রতারণা

অনলাইন ডেস্ক
  ১৫ মে ২০২১, ১৭:২৯
সজীবের প্রধান পেশা অনলাইনে প্রতারণা
সজীবের প্রধান পেশা অনলাইনে প্রতারণা

রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন ১৭ নম্বর ওয়ার্ড এলাকায় অনলাইনে পণ্য বিক্রির আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৩।

শুক্রবার (১৪ মে) বিকেলে র‌্যাব-১৩ এর সিপিএসসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত জাহিদ হাসনাত সজীব রাজশাহীর বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পণ্য ডেলিভারি দেয়ার কথা বলে অগ্রিম টাকা নিয়ে তা আত্মসাৎ করে আসছিলেন।

ভুক্তভোগী একজন বলেন, আমি কয়েক দিন আগে অনলাইনে পণ্য অর্ডার করি। টাকা সময় মতো দিয়েছি। কিন্তু সজীব আমাকে পণ্য ডেলিভারি দেয়নি।

র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি সামুয়েল সাংমা বলেন, আটককৃত সজীব ফেসবুক ব্যবহার করে অনলাইনে পণ্য বিক্রির মিথ্যা আশ্বাস দিতেন। এতে গ্রাহকেরা তার ফাঁদে পড়ে অগ্রিম টাকা দিলে তিনি আত্মসাৎ করতেন।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব অনলাইনে পণ্য বিক্রির মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করেছেন। সজীবের বিরুদ্ধে রংপুর মহানগরের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh