• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফেরিঘাটে ঈদফেরত মানুষের চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ১৬:২৬
ফেরিঘাটে ঈদফেরত মানুষের চাপ
ফেরিঘাটে ঈদফেরত মানুষের চাপ

ঈদফেরত মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। তাই রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকাগামী যাত্রীদের ভিড় বাড়ছে দৌলতদিয়া ফেরিঘাটে।

শনিবার (১৫ মে) সকালের দিকে মানুষের চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে থাকে ঢাকামুখী যাত্রীদের। তবে ঘাটে সবগুলো ফেরি সচল থাকায় যাত্রী ও যানবাহন পারাপারে কোন সমস্যা হচ্ছে না।

জানা গেছে, কোন রকম দুর্ভোগ ছাড়াই ফেরি পার হয়ে গন্তব্যস্থলে যেতে পারছেন মানুষ। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও স্থানীয় বাসসহ অন্যান্য ছোট যানবাহনে ভেঙে ভেঙে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। অন্যদিকে ঢাকা-পাটুরিয়া ও ঢাকা-আরিচা মহাসড়কে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।

যাত্রীরা বলেছেন, আগামী দুই দিন যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাবে এবং ভোগান্তি বাড়বে। ভোগান্তি এড়াতেই তারা একদিন আগে থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথের সবগুলো ফেরি প্রস্তুত রয়েছে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দৌলতদিয়ায় কর্মস্থলগামী মানুষের চাপ, নেই ভোগান্তি
দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ কম
কমলাপুরে ঘরমুখো মানুষের চাপ
কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের চাপ, অতিরিক্ত নিরাপত্তা
X
Fresh