• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে কুকুর

ভৈরব প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ১৬:০৪
সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে কুকুর
ফাইল ছবি

কিশোরগঞ্জ ভৈরব উপজেলায় ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে প্রায় ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ মে) ঈদের দিন সকাল ১০টার পর থেকে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত ৬ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন, জারিফ (৬), তাকি (১৪), শাওন (১২), তামিম (১৬), আহমেদ শফি (১৭), রাফি (৬), তামিম (১৬), তালহা (১৬), রায়হান, সায়ন (১৫)।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৪ মে) ঈদের দিন সকাল ১০টার পর থেকে পৌর শহরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহতের ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার দুই জন, রাণীরবাজার একজন, গাছতলা ঘাট চার জন, কমলপুর দু্ইজন, ঘোড়াকান্দা একজনকে কুকুর কামড়ায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন, এ ধরনের কোন খবর পায়নি। তবে এই বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০
পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে!
কারখানার সীমানায় কুকুর হত্যা, বিড়ম্বনায় প্রতিষ্ঠান
আইপিএলের মাঠে কুকুরকে লাথি মারায় ক্ষুব্ধ বরুণ (ভিডিও)
X
Fresh