• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভোলায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা 

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ মে ২০২১, ০৯:৪৪
ভোলায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা 
ফাইল ছবি

ভোলার চরফ্যাশন উপজেলার সদরের বটতলা এলাকায় রাত ৮টার পর দোকান খোলা রাখার অভিযোগে অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (১২ মে) রাত ৮টার পর ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখার অভিযোগে চরফ্যাশন উপজেলার বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন তিনি। এ সময় ভ্রাম্যমাণ আদালত দেখে ব্যবসায়ীরা মিছিল বের করেন। একপর্যায়ে তারা ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে হামলা চালায়। ব্যবসায়ীদের ইটের আঘাতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।

ভালার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, সদরের বটতলা এলাকার ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কো হামলার ঘটনায় এখনও নিখোঁজ ১৪৩
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর  ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত
X
Fresh