• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাটুরিয়াতেও এখন সব ফেরি চলছে

আরটিভি নিউজ

  ১২ মে ২০২১, ২২:১১

এবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের সব ফেরি চালু করা হয়েছে। ঘরমুখী মানুষের বিড়ম্বনা শিমুলিয়াফেরি ঘাটের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচলের পাশাপাশি ঘাটের পন্টুন খোলা রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এরই মধ্যে পণ্যবোঝাই ও যাত্রীবাহী গাড়ি পারাপার শুরু হয়েছে।

আর এই ফেরি চলাচল শুরু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। গত ৭ মে থেকেই ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ছিল পাটুরিয়া-দৌলতদিয়া। তখন কোভিড-১৯ সংক্রমণ রোধে সাধারণ যাত্রী ও গাড়ির জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয়া হলে ৯ মে থেকে চরম ভোগান্তি শুরু হয় যাত্রীদের।

অবশেষে বুধবার (১২ মে) বিকেলে নৌরুটের সব ফেরি চালু করায় স্বস্তি দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। সন্ধ্যা থেকে ঝামেলা ছাড়াই পদ্মা পার হতে পারছে মানুষ।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh