• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আমার আর কেউ পৃথিবীতে নাই

আরটিভি নিউজ

  ১২ মে ২০২১, ১৭:৫৫
নিহতের সন্তান কান্নায় ভেঙে পড়ে।

শিমুলিয়া-বাংলাবাজার রুটের এনায়েতপুর ও শাহ পরান দুই ফেরি ঘাটে নামার সময় হুড়োহুড়িতে ৬ জন মারা গেছেন।

বুধবার (১২ মে)দুপুরে শাহ পরান ও এনায়েতপুরী নামের দুটি ফেরিতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এনায়েতপুরীতে ৫ জন আর শাহ পরানে ১ জন মারা যান।

এই ঘটনায় ফেরীতে হুড়োহুড়ি করে উঠতে গিয়ে নিপা বেগম নামের এক নারী পদদলিত হয়ে মারা যান। নিপা তার ছেলেকে নিয়ে ফরিদপুরে ঈদ উদযাপন করতে বাবার বাড়িতে যাচ্ছিলেন। সেই স্বপ্ন পূরণ হয়নি নিপার।

এসব তথ্য জানাচ্ছিলেন নিপার সন্তান। সে আরো বলেন, আমার আর কেউ পৃথিবীতে নাই। বাবা আমার মারা গেছেন অনেক আগে। আমার শেষ ঠিকানা ছিল আমার মা সেও আমাকে ছেড়ে চলে গেলেন। এখন আর কী করার যেভাবে পারমু সেভাবে বাঁচতে হবে। এখন নানীর কাছে থাকব। এনায়েতপুর ফেরি ঘাটে ফেরিতে অনেক লোক ছিলে এবং গরম ছিলে। সেখান থেকে আমার মা নামার সময়ে পদদলিত হয়ে মায়ের মৃত্যু হয়েছে।

শেফা/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh