• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অনুমতি ছাড়াই চলছে লঞ্চ!

স্টাফ রিপোর্ট,  মানিকগঞ্জ

  ১২ মে ২০২১, ১৪:৫৫
অনুমতি চাড়াই চলছে লঞ্চ

অনুমতি ছাড়াই চলছে মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলার অভ্যন্তরীণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ পারাপার। আজ (১২ মে) বেলা ১টা থেকে লঞ্চ চলাচল শুরু করা হয়।

মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন রিমন বলেন, পাটুরিয়া ঘাটে যাত্রীদের ভিড় থাকায় স্থানীয় প্রশাসন লঞ্চ চলাচলের অনুমতি দেয়। কিন্ত মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান গোলাম সাদেক বলেন, লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে সকাল থেকে পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখী মানুষের ঢল নামে। পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতে অ্যাম্বুলেন্সে ও যানবাহনের পাশাপাশি শত শত যাত্রী পার হচ্ছে। সেক্ষেত্রে পাড় হওয়া যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোন বিষয় লক্ষ্য করা যায়নি। এতে করে দ্রুত করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। সেইসাথে চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখী মানুষেরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
চাঁদপুর লঞ্চঘাটে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘লঞ্চ থুইয়া কুম্মে গেলা’, বরিশালকে রংপুরের খোঁচা
লঞ্চ থেকে ২ হাজার কেজি জাটকা জব্দ, আটক ৩
X
Fresh