• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এবার সৌদির আগেই ঈদ করলো পটুয়াখালীর ৩০ গ্রামের মানুষ

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ মে ২০২১, ১৩:৪৭
দুই দিন আগেই পটুয়াখালীর ৩০ গ্রামে  ঈদ পালিত হচ্ছে
দুই দিন আগেই পটুয়াখালীর ৩০ গ্রামে ঈদ পালিত হচ্ছে

পটুয়াখালীর সদর উপজেলার ৩০টি গ্রাম পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। বুধবার (১২ মে ) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালীর সদর উপজেলার দুমকী, বদরপুর, দশমিনা, নিজ হাওলা, গলাচিপার সেনের হাওলা, কানকুনিপাড়া, পশুরী বুনিয়া, বাউফলের রাজনগর, তাঁতেরকাঠি, বগা, মদনপুরা, ধাউরাভাঙ্গা, সুরিদ চন্দ্রপাড়া, দিপাশা, কনকদয়িা, আমিরাবাদ, শাপলা খালী, জৌতা, শাবুপুরা, কাছিপাড়া, কলাপাড়ার দিণ দেবপুর, ঝিলনা। প্রতিবছর ওই গ্রামের মানুষগুলো একদিন আগে রোজা রাখেন। আর একদিন আগে ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। তবে এবার দুই দিন আগে ঈদুল ফিতর উদযাপন করেছেন গ্রামগুলো

এ বিষয়ে বদরপুর দরবার শরিফ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল গনি জানান, ১৪৮০ সাল থেকে প্রতিবছরের মতো এবারও চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা ২ দিন আগে ঈদ পালন করছি। আজ বুধবার পটুয়াখালীর ৩০ গ্রামে দুই দিন আগে ঈদ পালিত হচ্ছে।

তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করি না। চাঁদ দেখার ওপর নির্ভর করে সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করি।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ চট্টগ্রামের অর্ধশত গ্রামে পালিত হচ্ছে ঈদ 
X
Fresh