• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন চলছে

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ মে ২০২১, ১২:৫৫
মহাসড়কে চলছে দূরপাল্লার বাস
মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন চলছে

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সরকারি নির্দেশনা অমান্য ক‌রে চলছে দূরপাল্লার বাস। এছাড়াও বিভিন্ন রুটে এসব দূরপাল্লার বাস চলাচল করছে।

বুধবার (১২ মে ) সকাল থেকেই বিভিন্ন মহাসড়কে চলছে বাসগু‌লো। এদিকে গাদাগা‌দি ক‌রে বাড়িতে যাচ্ছে মানুষ। পাশাপাশি শিশুসহ নারী-পুরুষরা খোলা ট্রাক ও পিকআপভ‌্যা‌নে করেও বাড়িতে যাচ্ছে।

জানা গে‌ছে, সরকারের নির্দেশনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সরকা‌রের সেই নি‌র্দেশনা অমান‌্য ক‌রে বিভিন্ন মহাসড়‌কে দূরপাল্লার বাস চলাচল কর‌ছে।

আরও পড়ুন... মিতু হত্যায় বাবুল আক্তার জড়িত: পিবিআই

এদিকে মহাসড়কের করটিয়া, টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গা, সল্লা, হাতিয়া এলাকায় যানবাহনের সঙ্গে যাত্রীদের জটলা সৃষ্টি হয়েছে। পুলিশের চেকপোস্ট থাকায় খালি কোনো যানবাহন দেখলেই যাত্রীরা তাতেই উঠে বসছে। তাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী। ঘরমুখী এসব মানুষদের গুণতে হচ্ছে চার থেকে পাঁচগুণ বেশি ভাড়া। গাদাগাদি করে বাড়ি ফেরা এসব মানুষদের মাঝে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

এলেঙ্গা হাইও‌য়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, মহাসড়‌কে গা‌ড়ির ব‌্যাপক চাপ র‌য়ে‌ছে। ত‌বে গা‌ড়ি কোথাও থে‌মে নেই। ৫‌ কি‌লো‌মিটার গ‌তি‌তে সড়‌কে যানবাহন চলাচল কর‌ছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়েই চলছে নারী নির্যাতন
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
নড়াইলে চলছে গ্রামীণ ক্রীড়া উৎসব
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
X
Fresh