• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহে এবারও ঈদের জামাত হচ্ছেন না

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ মে ২০২১, ১৬:৫১
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহে এবারও ঈদের জামাত হচ্ছেন না
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে এবারও করোনার কারণে ঈদ জামাত হচ্ছে না।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের মতো এবারও ঈদগাহ কিংবা খোলা মাঠে ঈদের জামাত পড়া যাবে না। তাই ঈদগাহ পরিচালনা কমিটি আজ মঙ্গলবার সভা করে গোর-এ শহীদ বড় ময়দানে ঈদের জামাত না করার সিদ্ধান্ত নেয়।

ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি এ তথ্য নিশ্চিত করেছেন।

এ মাঠের আয়তন সাড়ে ১৪ একর। ৫২ গম্বুজের এই ঈদগাহ মাঠে একসঙ্গে ৮ লক্ষাধিক মুসল্লির ঈদের নামাজ আদায়ের সুযোগ রয়েছে। যেখানে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানের আয়তন সাড়ে সাত একর।

এদিকে দিনাজপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে দিনাজপুর গো-এ শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঈদগাহে ফিলিস্তিনি‌দের জন্য দোয়া
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন যত মুসল্লি
X
Fresh