• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাতাসে উড়ে গেল মুজিববর্ষে উপহার পাওয়া ৬ ঘরের চাল

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ মে ২০২১, ১৫:৪২
বাতাসে উড়ে গেল মুজিববর্ষে উপহার পাওয়া ৬ ঘরের চাল
বাতাসে উড়ে গেল মুজিববর্ষে উপহার পাওয়া ৬ ঘরের চাল

দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় ঝড়ে উড়ে গেছে মুজিববর্ষে উপহার পাওয়া ৬টি ঘরের চাল। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য ঘরগুলোও।

মঙ্গলবার (১১ মে) দুপুরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ তথ্য নিশ্চিত করে জানান, সরকারি খরচেই এসব ঘর মেরামত করে দেয়া হবে।

জানা গেছে, সোমবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকের ঝড়ে আলাদিপুর ইউনিয়নের আলাদিপুর বাসুদেবপুর এলাকায় জয়বাংলা পল্লী এই প্রকল্পের ১শটি ঘরের মধ্যে ৬টির চাল উড়ে যায়। এ সময় ক্ষতিগ্রস্ত হয় অন্য ঘরগুলোও। এছাড়াও ভেঙে পড়েছে বারান্দার পিলার।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন, এসকল ঘর যারা পেয়েছেন তারা উঠছে না। আমরা যে ছোট ছোট তালা লাগিয়ে দিয়েছি তা তারা খুলে দরজা জানালা খুলে রাখে। এ কারণে ঝড়ের সময় ঘরে বাতাস ঢুকে চালাসহ উড়ে গেছে। আমরা মেরামতের শুরু করেছি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh