• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১৪ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল শিশু

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১০ মে ২০২১, ১১:৪৯
১৪ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল শিশু
১৪ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল শিশু

টানা ১৪ ঘন্টারও অধিক সময় অভিযানের পর নরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে পাওয়া গেছে।

রোববার (৯ মে) দিনগত রাত আড়াইটার দিকে নরসিংদী সদরের ব্রাহ্মন্দী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সকালে সদর হাসপাতালের দোতলায় নানির কোল থেকে ২ দিন বয়সী নবজাতক চুরি হয়। এর পরই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। চুরির পরেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কাজ শুরু করে পুলিশ।

এরই মধ্যে দুপুরে চুরি হওয়া নবজাতকের নানী থানায় একটি অভিযোগ দায়ের করে। সবশেষ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে একটি বাড়িতে অভিযান চালানো হলে রোববার (৯ মে) দিনগত রাত আড়াইটার দিকে ২ দিন বয়সের ওই নবজাতককে উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তা নরসিংদী মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, এই উদ্ধার কাজে প্রযুক্তি আমাদেরকে সহায়তা করেছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা চুরি করা মহিলাকে শনাক্ত করেছি। সবশেষ সদরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং তাকে মায়ের কোলে ফিরিয়ে দেই।
জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল স্বাভাবিক
X
Fresh