• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

২৪ ঘন্টায় ২৬ হাজার যানবাহন পারাপার

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২১, ১২:৩০
২৪ ঘন্টায় ২৬ হাজার যানবাহন পারাপার
যানবাহন পারাপার

ঈদকে সামনে রেখে ঘরমুখো হচ্ছে মানুষ। এজন্য চাপ বেড়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও। গত ২৪ ঘন্টায় শনিবার (৮ মে) সকাল ৬ টা থেকে রোববার (৯ মে) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৬ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকা।

গেলো শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় এ সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছিলো ২৫ হাজার। আর টোল আদায় হয়েছিল ১ কোটি ৯০ লাখ। ছোট ছোট যানবাহনের কারণে গেলো ২৪ ঘন্টায় টোল আদায় কমলেও বেড়েছে যানবাহন চলাচলের সংখ্যা। সেতু কর্তৃপক্ষের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, চলাচল করা অধিকাংশই ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল। এর আগের চেয়ে গত ২৪ ঘন্টায় একহাজার যানবাহন বেশি পারাপার হয়েছে। ঈদের সময় যতোই ঘনিয়ে যান চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এদিকে সকাল থেকেই ঘরে ফেরা মানুষের চাপে মহাসড়কে বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। মালবাহী ট্রাকসহ খোলা ট্রাকে, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়িতে ফিরছেন লোকজন। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সংক্রমণ ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন তারা।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পণ্যবাহী ট্রাকসহ ছোট ছোট যানবাহনের চাপ রয়েছে। কোনো চালক ট্রাকে যাত্রী বহন করতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
ঈদযাত্রায় সড়কে ঝরল ৩২০ প্রাণ 
X
Fresh