• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লৌহজং নদী থেকে বালু উত্তোলন, তিনজনকে কারাদণ্ড 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২১, ১১:০০
লৌহজং নদী থেকে বালু উত্তোলন, তিনজনকে কারাদণ্ড
লৌহজং নদী থেকে বালু উত্তোলন, তিনজনকে কারাদণ্ড

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনকে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (৮ মে) সকালে উপজেলার চরবাবলা এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী তাদের কারাদণ্ড দেন। এ সময় ১৩টি ড্রেজার জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার রাবনা এলাকার ছালামের ছেলে সংগ্রাম (২৪), ধলাটেংগর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০), বাসাখানপুরের জহিরুর ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস (২১)।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংগ্রাম, জাহিদুল ও কুদ্দুসকে প্রথমে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরও জানান, সংগ্রাম ও জাহিদুল ইসলামকে ৭ দিন করে এবং আব্দুল কুদ্দুসকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য 
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে
X
Fresh