• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা যুবকের কাছে মিলল ভয়ানক মাদক ‘আইস’ 

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২১, ০৯:৪৩
রোহিঙ্গা যুবকের কাছে মিলল ভয়ানক মাদক ‘আইস’ 
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল আইস মেথসহ মো. হামিদ (১৯) নামের এক রোহিঙ্গা মাদককারবারীকে আটক করেছে র‌্যাব।

গতকাল শনিবার বিকেল ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের জেলে ঘাটের প্রধান সড়ক থেকে তাকে আটক করে।

আটক মো. হামিদ ২৪ নং লেদা নতুন রোহিঙ্গা শিবিরের ব্লক-এ/৩ আশ্রিত মৃত মো. হোসনের ছেলে।

র‍্যাব জানায়, কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের জাদিমোরা জেলে ঘাটের নুরানী জামে মসজিদ গেইটের বিপরীতে হাফসা ভাতঘরের সামনে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একটি থলেসহ ওই রোহিঙ্গা যুবককে আটক করে। পরে ব্যাগটি তল্লাশি করে এক কেজি ওজনের ক্রিস্টাল আইস মেথ মাদক পাওয়া যায়। যার বাজার মূল্য দেড় কোটি টাকা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, জব্দকৃত মাদকসহ মাদককারবারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে গ্রেপ্তার ২৭
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
X
Fresh