• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তেলবাহী ট্যাংক-লরি বিস্ফোরণে আহত ৬

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২১, ১৯:০৮
তেলবাহী ট্যাংক-লরি বিস্ফোরণে আহত ৬
তেলবাহী ট্যাংক-লরি বিস্ফোরণে আহত ৬

দিনাজপুর পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের হলদিবাড়ী রেলগেট এলাকায় তেলবাহী ট্যাংক-লরি বিস্ফোরণে ৬ জন আহত হয়েছেন। শনিবার (৮ মে) দুপুর ১টায় ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রেজাউল করিম (৪০), সজল চন্দ্র (১৩), নিরঞ্জন (২০), মোজাম্মেল হক বাবু (৪০), সামসুল হক (৪০) ও হাবিবুর রহমান (২০)। তাদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ফুলবাড়ী সড়কের হলদিবাড়ী রেলগেট এলাকায় একটি দোকানে জ্বালানি তেল বহনকারী একটি ট্যাংক-লরির নিচের পাইপের ওয়েল্ডিংয়ের কাজ করানো হচ্ছিল। হঠাৎ করে ট্যাংক-লরিটি বিস্ফোরিত হয়। এ সময় ট্যাংক-লরির কর্মচারী ও ওয়েল্ডিং দোকানের মালিকসহ ঘটনাস্থলে ৬ জন আহত হন। পরে বিস্ফোরণে ট্যাংক-লরির পেছনের অংশ ছিটকে গিয়ে পেছন থেকে আসা একটি পিকআপের ওপরে গিয়ে পড়লে পিকআপটিও বিধ্বস্ত হয়। এ সময় পিকআপের চালক ও হেলপার মারাত্মক আহত হন।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর জানান, বিস্ফোরণের সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
মধুপুরে আ.লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৬
ইটভাটায় অভিযানের সময় গাড়ি ভাঙচুর, পুলিশসহ আহত ৬ 
রাবিতে নির্মাণাধীন হলের ছাদ ধসে আহত ৯
X
Fresh