• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২১, ১৬:২৩
পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ
পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর আশুলিয়ার জিরাবো এলাকার ‘ফাইভ এফ অ্যাপারেলস’ একটি পোশাক কারখানায় দুই শ্রমিককে মারধরের প্রতিবাদে কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শনিবার (০৮ মে) দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, ফাইভ এফ অ্যাপারেলস কারখানায় প্রায় এক হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ঈদের ছুটি কবে থেকে ও বেতন কবে দেয়া হবে জানতে চাইলে আজ শনিবার (৮ মে) দুই শ্রমিককে মারধর করা হয়। এই সংবাদ কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

এ বিষয়ে কারখানার চেয়ারম্যান মাহমুদ জুলফিকার হোসাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি আল-কামরান বলেন, আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাশ্মীরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ
পাকিস্তানে কিশোরকে যৌন নিপীড়নের ঘটনায় বিক্ষোভ
হিলি স্থলবন্দরের শ্রমিকদের মাঝে সেমাই-চিনি বিতরণ
পানি সংকট, কলস নিয়ে বিক্ষোভ
X
Fresh