• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফেরি বন্ধ: মাইকিং করলেও যাত্রীরা সরছেন না

মুন্সিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২১, ০৯:৫৩
ফেরি বন্ধ: মাইকিং করলেও যাত্রীরা সরছেন না

শুক্রবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নৌপথে ফেরি চলাচল। এত বিপাকে পড়েছে ঘরমুখো মানুষ। শনিবার (০৮ মে) সকালে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে দেখা যায়, পারাপারের অপেক্ষায় ভিড় করছেন হাজারো মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপও বাড়ছে। বিআইডব্লিউটিএ সকাল থেকে ঘাট এলাকায় মাইকিং করলেও যাত্রীরা ঘাট থেকে সরছেন না।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন জানান, মধ্যরাত থেকে শিমুলিয়া ঘাটে সকল প্রকার ফেরি পারাপার বন্ধ রয়েছে। ফেরি কুঞ্চলতা সকাল ৮টা ১০ মিনিটের সময় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ৫টি অ্যাম্বুলেন্স, দুটি পুলিশের পিক্যাপ ভ্যান ও ৫ শতাধিক যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে ভিড়লে ওই ফেরিতে যাত্রীরা ওঠে। পরে ফেরিটি ঘাট এলাকায় রয়েছে। যাত্রীদের নেমে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শিমুলিয়া ঘাটে প্রায় ৪ শতাধিক ট্রাক ও পিকআপ ভ্যান পারাপারের অপেক্ষায় রয়েছে। হাজারো যাত্রী ঘাটে পার হওয়ার জন্য জড়ো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ 
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
X
Fresh