• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২১, ১১:১৫
পুলিশের হাত থেকে আসামি ছিনতাই
ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি খাসপাড়া এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলা করে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলায় ২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৫ মে) রাত ১২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও সেখানে উপস্থিত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, খাসপাড়া গ্রামের মামদ আলীর ছেলে শিপন মিয়া র‌্যাবের দায়ের করা একটি মাদক মামলার পলাতক আসামি। বুধবার রাত ১২টার দিকে চুনারুঘাট থানা পুলিশ শিপনের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় শিপনের পরিবারের লোকজন পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেন।

চুনারুঘাট থানার ওসি (ওসি) মো. আলী আশরাফ বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে সময় লাগবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা, ২ লাখ টাকা ছিনতাই
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
‘আর্মড-গার্ড থাকলে জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটত না’
X
Fresh