• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ উদ্ধার, রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২১, ০৮:৩৯
ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ উদ্ধার, রোহিঙ্গা আটক
ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ উদ্ধার, রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে নতুন মাদক ক্রিস্টাল মেথ বা আইস নামক মাদকসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বুধবার (৫ মে) গভীর রাতে ২৭ নং জাদিমুড়া রোহিঙ্গা শিবিরের ন্যাচারপার্ক সংলগ্ন আটককৃত রোহিঙ্গার বসতঘর থেকে এ মাদক উদ্ধার করা হয়।

আটককৃত নুর মোহাম্মদ, রোহিঙ্গা শিবিরের সি ব্লকের মৃত সোনা আলীর ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ওই শিবিরে অভিযান চালিয়ে ১'শ গ্রাম ক্রিস্টাল মেথ আইস নামক নতুন মাদক নুর মোহাম্মদের ঘর থেকে উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা। এ সময় মাদক সংরক্ষণের দায়ে ওই রোহিঙ্গাকে আটক করা হয়।

ওসি আরও জানান, এ মাদক টেকনাফ থানা পুলিশ প্রথমবারের মতো উদ্ধার করেছে। আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, মার্চে প্রথমবারের মতো এ মাদকের সন্ধান পায় ডিএনসি। ২ কেজি মাদকসহ পাচারকারীকে আটক করেছিল এ সংস্থা। তখন থেকে র‌্যাব, বিজিবি একবার করে এ মাদক উদ্ধার করে। তবে টেকনাফ থানা পুলিশ প্রথমবারের মতো ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে শিশুসহ ৪ রোহিঙ্গা আটক
লালমনিরহাট সীমান্তে শিশুসহ চার রোহিঙ্গা আটক
X
Fresh