• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্পিডবোট দুর্ঘটনায় নিহত ৫ জন বরিশালের

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ মে ২০২১, ১৪:৪০
স্পিডবোট দুর্ঘটনায় নিহত ৫ জন বরিশালের
স্পিডবোট দুর্ঘটনায় নিহত ৫ জন বরিশালের

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় শিশুসহ ২৬ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৫ জনের বাড়ি বরিশালে। তাদের বাড়িতে চলছে শোকের মাতম।
খোঁজ নিয়ে জানা গেছে, স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের মধ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ৪ জন ব্যবসায়ী রয়েছেন। স্বজনরা তাদের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করেছে। শিবচরের দুর্ঘটনায় চার জনের এমন মর্মান্তিক মৃত্যুতে মেহেন্দিগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনায় মেহেন্দিগঞ্জ উপজেলার নিহত চারজন হলেন-মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নের পূর্বষাট্টি গ্রামের বাসিন্দা সাদেক বেপারীর দুই ছেলে রিয়াজ হোসেন (৩৩) ও সাইফুল ইসলাম (৩৫)। নিহত দুই সহোদর উলানিয়া বাজারের আহাদ ফ্যাশনের স্বত্ত্বাধিকারী ছিলেন।

এছাড়া একই ইউনিয়নের আশা গ্রামের বাসিন্দা রওশন হাওলাদারের ছেলে উলানিয়া বাজারের কাপড় ব্যবসায়ী সাইদুল হোসেন (২৭) এবং পৌরসভার খরকী এলাকার আব্দুল মান্নান চাপরাশির ছেলে ও পাতারহাট বন্দরের মুদি ব্যবসায়ী মনির চাপরাশি (৩৫) এবং বানারীপাড়া উপজেলার হাশেম বেপারীর ছেলে আলাউদ্দিন বেপারী (৪৫)।

মেহেন্দিগঞ্জ উপজেলার নিহত রিয়াজ ও সাইফুলের বড় ভাই আজাদ হোসেন জানান, নিহত রিয়াজের দুটি মেয়ে রয়েছে। সাইফুল তিন মাস আগে বিয়ে করেছেন। দুই ভাই ঢাকা থেকে দোকানের মালামাল কিনে ফেরার সময় প্রথমে মাছবাহী একটি ট্রলারে ওঠেছিল পদ্মা পাড়ি দিতে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের নামিয়ে দেওয়ায় স্পিডবোটে উঠে দুর্ঘটনায় প্রাণ হারায়। সেদিন সকালে ফেসবুকের মাধ্যমে তারা প্রথমে দুর্ঘটনার খবর জানতে পারেন। পরে শিবচর থানা পুলিশের ফোনে তারা নিশ্চিত হন।

মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. মনির হোসেন জানিয়েছেন, মরদেহগুলো স্বজনরা অ্যাম্বুলেন্স যোগে সড়ক পথে হিজলা হয়ে মঙ্গলবার ভোররাত ৩টার দিকে মেহেন্দিগঞ্জে পৌঁছান। সকাল ৯টার দিকে উলানিয়ার ৩ জনের জানাজা শেষে দাফন করা হয়েছে। সকাল ১০টার দিকে মনির চাপরাশির নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

এমআই/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে মসজিদে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২
বাজারে অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh