• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সোয়া এক একরের বেশি বনভূমি পুড়লো!

আরটিভি নিউজ

  ০৫ মে ২০২১, ১২:৫২

প্রায় ৩০ ঘণ্টা পর সুন্দরবনের আগুন নিভেছে। পুড়েছে সোয়া এক একরের বেশি বনভূমি। মঙ্গলবার বিকেলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, আগুন নিভে গেছে। সোমবার গভীর রাত ও মঙ্গলবার দুপুরের বৃষ্টি আগুন নেভানোর কাজে দারুণ উপকার দিয়েছে। তবে আমরা আগুনের এলাকা পর্যবেক্ষণে রেখেছি। নতুন কোনও এলাকায় আগুনের ধোঁয়া দেখতে পেলে বনকর্মীরা তা নেভাতে পারবে।

আগুনে বনের ‘এক দশমিক ৩১ একর’ বনভূমি পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, এই এলাকায় মূল্যবান কোনও গাছপালা ছিল না। যা পুড়েছে বলা, গেওয়া ও লতাগুল্ম জাতীয় গাছপালা।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি টহল ফাঁড়ি এলাকার ২৪ নম্বর কম্পার্টমেন্টে আগুন লাগে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম ছরোয়ার জানান, মঙ্গলবার বিকেলে আগুন নেভানোর কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বনের কোথাও আগুন নেই।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে লঞ্চে আগুন, আতঙ্কে নদীতে ঝাঁপ যাত্রীদের 
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
X
Fresh