• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

উখিয়া সীমান্তে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ মে ২০২১, ১১:১৪
উখিয়া সীমান্তে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদক কারবারিদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।

মঙ্গলবার রাত আটটার দিকে পালংখালী সীমান্তের ধামনখালী এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বালুখালী বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, বিপুল ইয়াবার একটি চালান বাংলাদেশে আসছে বলে খবর আসে। পরে বালুখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী বেড়িবাঁধ নামক স্থানে অবস্থান নেয়। রাত ৮টার দিকে ৩-৪ জন চোরাকারবারি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের দিকে আসতে থাকে এবং বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। বিজিবিও চোরাকারবারিদের লক্ষ্য করে সাত রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা বস্তা দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬
মাদক সেবনে বাধা, বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২
X
Fresh