• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাল্ব লাগাতে গিয়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ মে ২০২১, ১১:০৯
বাল্ব লাগাতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দর্শনায় বিদ্যুৎস্পৃষ্টে নাসরিন খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাসরিন খাতুন একই গ্রামের গ্রামের সেলিম উদ্দিনের স্ত্রী। পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী সেলিম উদ্দিন বলেন, ঘরের বাল্ব কেটে গেলে দোকান থেকে একটি বাল্ব নিয়ে আসে আমার স্ত্রী। বাল্বটি লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমার দুই ছেলে। ঘটনার সময় বাড়িতে তারা কেউ ছিল না।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে নেয়ার আগেই মারা যান নাসরিন খাতুন। তার হাতে বিদ্যুৎস্পৃষ্টের হয়ে পোড়া একটি কালো দাগের চিহ্ন আছে।

এ বিষয়ে দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
গণপিটুনিতে ২ জনের মৃত্যু
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
X
Fresh