• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অনুমোদনহীন তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ মে ২০২১, ১৭:১১
অনুমোদনহীন তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএসটিআই এর অনুমোদন না থাকায় দুই আইসক্রিম ও এক লাচ্ছা সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৪ মে) দুপুরে সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় বিএসটিআই এর অনুমোদন না থাকায় উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে অবস্থিত মুক্তা সুপার আইসক্রিমের মালিক আসাদুজ্জামানকে ২৫ হাজার, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ভাই ভাই আইসক্রিমের মালিক ইসমাইল হোসেনকে ২৫ হাজার এবং সেমাই উৎপাদনের দায়ে জয়মনির হাট বাজারের আব্দুল কাদেরকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এসব ব্যক্তি বিএসটিআই এর অনুমোদন না নিয়ে প্রতিষ্ঠান খুলে পণ্য উৎপাদন এবং বিপণন করায় তাদের জরিমানা করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
১২৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
পচা ডিম দিয়ে ইফতার তৈরি, ৩ হোটেলকে জরিমানা
গোমস্তাপুরে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা
X
Fresh