• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ মে ২০২১, ১৫:০৭
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় ২৯ ঘণ্টা পর।

মঙ্গলবার (৪ মে) দুপুর ৩টার দিকে ফায়ার সার্ভিস, বন বিভাগ, সিপিজি সদস্য, স্থানীয়দের চেষ্টা ও বৃষ্টির কারণে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সোমবার (০৩ মে) বেলা ১১টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সম্পূর্ণ আগুন নেভাতে আরও কয়েক ঘণ্টা লাগবে বলে দাবি করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

এ বিষয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, সকাল ১০টার দিকে পানি দিয়ে আগুন নেভানো শুরু করি। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। যতক্ষণ পর্যন্ত আগুন সম্পূর্ণ নিভে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি দিতে থাকবো।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
স্কয়ারের কসমেটিকস গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পাবনায় কসমেটিকসের গুদামে আগুন
X
Fresh