• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ মে ২০২১, ১০:০৯
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন
ফাইল ছবি

নারায়ণগঞ্জ নগরীর নয়ামাটি এলাকায় অর্চনা মার্কেটের চার তলায় একটি তৈরি পোশাক কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত এগারোটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৩ মে) রাত ৮ টার দিকে ওই মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ইফতারের পরপর অর্চনা মার্কেটের চতুর্থ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ভবনের সকল কারখানার শ্রমিকরা নীচে নেমে আসে। পরে খোঁজ নিয়ে দেখা যায় কল্যাণী হোসিয়ার থানের গোডাউনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে আগুন নিয়ন্ত্রণের যন্ত্র দিয়ে চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসকে কল দেয়া হলে তারা এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, যাতায়াতের রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ভবনের কাছে যেতে বিলম্ব ও বেগ পেতে হয়। পরে ১০টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতি ও সূত্রপাত সম্পর্কে জানানো হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
X
Fresh