• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সারি সারি মরদেহের মাঝে বাবাকে খুঁজছে সন্তান 

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ মে ২০২১, ১৩:৫৭
সারি সারি মরদেহের মাঝে বাবাকে খুঁজছে সন্তান 
সারি সারি মরদেহের মাঝে বাবাকে খুঁজছে সন্তান 

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালু বোঝাই বাল্কহেড ও স্পিড বোটের সংঘর্ষের ঘটনায় নিহত ২৬ জনের মরদেহ উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দোতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাখা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শেষ সংবাদ পাওয়া পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ। ওই স্কুল প্রাঙ্গণে রাখা সারি সারি মরদেহ দেখে শনাক্ত করছেন স্বজনরা।

সাগর নামে একজন বলেন, ওই স্পিড বোটে বাবা ছিল। এখন আমার বাবাকে খোঁজে পাচ্ছি না। সকালে বাবার সাথে শেষ কথা হয়েছিল।

শিবচর চরজানাজা নৌ-পুলিশের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও মরদেহ থাকতে পারে। তবে ধারণা করা হচ্ছে শিশুসহ ৩২ জন যাত্রী ছিল ওই স্পিডবোটে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত মরদেহের সংখ্যা জানা যাবে না।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে না করেও ৩ সন্তানের মা মিমি চক্রবর্তী
আ.লীগের এমপি-মন্ত্রীর সন্তান-স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা
নিখোঁজের ২০ বছর পর মা-বাবার কাছে ফিরলেন সন্তান 
‘বাউন্ডুলে মানুষের সন্তানের খবর নেওয়ার দরকার আছে নাকি’
X
Fresh