• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

স্পিড বোটটির যাত্রীদের লাইফ জ্যাকেট ছিল না

মাধারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ মে ২০২১, ১২:৫২
স্পিডবোটটির যাত্রীদের ছিল না লাইফ জ্যাকেট
স্পিডবোটটির যাত্রীদের ছিল না লাইফ জ্যাকেট

মাধারীপুরের শিবচরে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ডুবে যাওয়া স্পিডবোটটির যাত্রীদের কেউই লাইফ জ্যাকেট পরিহিত ছিলেন না বলে জানিয়েছেন মাওয়া কোস্টগার্ড।

সোমবার (৩ মে) ভোড়ে শিমুলিয়া থেকে স্পিড বোটটি ছেড়ে এসে কাঁঠালবাড়ীর পুরাতন ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় সকল যাত্রী পানিতে পড়ে যান। এর কিছুক্সণ পর নদী থেকে ২৬টি মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে ২ জন শিশু ও নারী রয়েছেন। ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মাওয়া কোস্টগার্ড স্টেশনের কমান্ডার মো. ফখরুল ইসলামের বরাতে গোয়েন্দা শাখার কর্মকর্তা রেদোয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ও নিহতদের কারো গায়ে লাইফ জ্যাকেট পাওয়া যায়নি। জীবিতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্পিড বোট শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়ার তথ্য পাওয়া গেলে ঠিক কখন নাগাদ ও কোন পয়েন্ট থেকে ছেড়ে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh