• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিদ্ধান্ত না এলেও গণপরিবহণ চলবে ৫ মে থেকে : চট্টগ্রামে পরিবহণ মালিক-শ্রমিক

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ মে ২০২১, ১৫:০২
সিদ্ধান্ত না এলেও গণপরিবহণ চলবে ৫ মে থেকে : চট্টগ্রামে পরিবহণ মালিক-শ্রমিক
ফাইল ছবি

চট্টগ্রামে আগামী ৪ মের মধ্যে সিদ্ধান্ত না এলে ৫ মে থেকে গণপরিবহণ চলাচল করা হবে বলে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন চট্টগ্রাম সড়ক পরিবহণের মালিক-শ্রমিকেরা।

আজ রোববার (২ মে) চট্টগ্রামের স্টেশন রোডে বিআরটিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

এসময় চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু লিখিত বক্তব্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে গত এক বছরের ব্যাংকের ঋণ কিস্তির সুদের টাকা মওকুফসহ হয়রানি ও পুলিশের মামলা বন্ধ, গাড়ির ডকুমেন্ট হালনাগাদের সময় বৃদ্ধির দাবি জানান তারা।

এছাড়া তাদের অভিযোগ, লকডাউনে শুধু গণপরিবহণ বন্ধ রেখে কলকারখানা, শপিংমলসহ সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং গণপরিবহণ বন্ধ রেখে মোটরসাইকেল, ট্রাক, অ্যাম্বুলেন্সে পুলিশের সামনে গাদাগাদি করে যাত্রী পরিবহণ করা হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh