• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

খালে ডুবন্ত নাতিকে বাঁচাতে গিয়ে নানিরও মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ২০:৩৩
খালে ডুবন্ত নাতিকে বাঁচাতে গিয়ে নানিরও মৃত্যু
ফাইল ছবি

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর গ্রামে নাতিকে বাঁচাতে গিয়ে খালের পানিতে ডুবে নানি ও নাতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ওই বাড়ির আব্দুল বারেক মিয়ার স্ত্রী মমতাজ বেগম (৬০) এবং তার নাতি সাইফিন হোসেন (৮)

শনিবার (১ মে) বেলা ১১টা দিকে শিলারচর গ্রামের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হজরত আলী বেপারী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানায়, শনিবার (১ মে) সকালে সাইফিন হোসেন অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের খাল পাড়ে খেলা করছিল। খেলতে খেলতে সকাল অনুমান ১০টার দিকে সাইফিন খালের পানিতে পড়ে যায়। এ দৃশ্য দেখে অন্য শিশুরা দৌড়ে বাড়িতে গিয়ে সংবাদ দিলে তার নানি মমতাজ বেগম নাতিকে বাঁচানোর জন্য খালের পানিতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর নানি-নাতি দুজনই পানিতে ভেসে ওঠে। এ সময় বাড়ির লোকজন খালের পানি থেকে নানি ও নাতিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি হাসপাতালের ডা. নুর হোসেন জানান, রোগীদের হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ব্র্যাককর্মীর মৃত্যু
স্বামী-স্ত্রীকে মারধর, বাঁচাতে গিয়ে হামলার শিকার পরিবার
কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ গেল অটোচালকের
মেয়েকে বাঁচাতে গিয়ে দুই নারীর হাতে বাবা খুন
X
Fresh