• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম, আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ১৯:২৯
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ছাটকড়াইবাড়ী সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (৩০ এপ্রিল) রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৬ এর কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

ওই যুবকের নাম রাশেদুল ইসলাম (২৬)। তিনি উপজেলার ছাট কড়াইবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, শুক্রবার রাতে রাশেদুলসহ কয়েকজন বাংলাদেশি গরু পাচারের উদ্দেশে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতীয় ৬-গুটালু ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রাশেদুল সেখানে আটকে পড়ে। এ সময় বিএসএফ তাকে আটক করে এবং তাকে ভারতের থানায় পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জামালপুর ৩৫-বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মুনতাসির মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চোরাকারবারি হওয়ায় বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষ : হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা বিনিময়
ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
বাংলাদেশে ঢুকে দুই রাখালকে বিএসএফের গুলি
X
Fresh