• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দৌলতদিয়া ফেরি ঘাটে মানুষের ভিড় অব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ১৮:১৭
দৌলতদিয়া ফেরি ঘাটে মানুষের ভিড় অব্যাহত
দৌলতদিয়া ফেরি ঘাটে মানুষের ভিড় অব্যাহত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় মানুষের ভিড় অব্যাহত রয়েছে। ঢাকামুখী মানুষ যেমন নদী পাড়ি দিতে দৌলতদিয়ায় ভিড় করছে। পাশাপাশি রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষের ভিড় দেখা যায়।

শনিবার (১ মে) দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকায় এমনই চিত্র দেখা যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, লকডাউন কিছুটা শিথিল হওয়ায় যাত্রী পারাপার অনেক বেড়ে গেছে। বিশেষ করে প্রতিদিন সকালের দিকে ফেরিতে ব্যক্তিগত গাড়ির সঙ্গে যাত্রীর চাপ থাকছে। ঢাকামুখী মানুষের চাপ থাকছে বেশি। বিপরীত দিকে ঢাকা ছেড়ে আসা মানুষের ভিড়ও কম না। একই সঙ্গে বেড়েছে ছোট গাড়ির চাপও। এসব গাড়ি পারাপার নিষেধ থাকলেও প্রশাসনের বিশেষ পাশ নিয়ে আসায় বাধ্য হয়ে আমরা তাদের পার করছি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি
বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালককে অব্যাহতি
ধর্ষণ মামলা : আ.লীগ থেকে বড় মনিরকে অব্যাহতি
‘স্কাউটিংকে এগিয়ে নিতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে’ 
X
Fresh