• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মে দিবসে বালুর নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ১৮:০২
মে দিবসে বালুর নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
মে দিবসে বালুর নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে ৩ নম্বর বালুর ইজারা মহাল (বিরিশিরি হতে কেরণখলা) সখীর বালুর ঘাট এলাকায় বালু উত্তোলনে গর্তে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ মে) সকাল ১১টার দিকে বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামের এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া (৩২) পৌরসভার খরস গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের পরিবার জানান, প্রতিদিনের মতো নিজের ড্রেজারে বালু তুলতে যান সবুজ মিয়া। বালু উত্তোলনের কারণে সৃষ্ট গর্তের ওপরের অংশে দাঁড়িয়ে কাজ করছিলেন। হঠাৎ ওপরের বালুর স্তূপের অংশ নিচ দিকে ধসে পড়ে। এ সময় বালু চাপা পড়েন সবুজ। তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহনুর-এ আলম জানান, বালু ধসে শ্রমিক নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে ও সরকারি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি । ঘটনা তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
কলাপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
X
Fresh