• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ১২  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ১৭:০০
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ১২  
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ১২  

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বড়তল্লা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত উপজেলার সদর ইউনিয়নের বড়তল্লা এলাকার জিলাপি গোষ্ঠী ও ছয়ঘর হাটি গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে আবারও দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জনকে আটক করে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
বেঁধে দেওয়া দামে অসন্তোষ, ব্রাহ্মণবাড়িয়ায় গরুর মাংস বিক্রি বন্ধ
চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ছাত্রলীগ
X
Fresh