Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮

বরগুনায় হিটস্ট্রোকে ইউপি সদস্যের মৃত্যু

বরগুনায় হিটস্ট্রোকে ইউপি সদস্যের মৃত্যু
ফাইল ছবি

বরগুনার বেতাগীতে অসহনীয় তাপদাহে হিটস্ট্রোকে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) শেষ বিকালের দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইউপি সদস্য হুমায়ুন জোমাদ্দার (৫৬) বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, হুমায়ুন জোমাদ্দার মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে অবস্থান নেন। এ সময় তিনি কাঁপতে কাঁপতে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে স্ট্রোক হয়েছে ভেবে স্বজনরা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই চিকিৎসক আরও বলেন, হুমায়ুনের অতিরিক্ত গরমের কারণে আকস্মিক হিটস্ট্রোক হয়ে মারা যান। ওই চিকিৎসক পরিবারের স্বজনদের বরাত দিয়ে জানান, নিহত হুমায়ুন জোমাদ্দার পূর্বে কোনও রোগে আক্রান্ত ছিলেন না। তবে তার রক্তচাপের সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে রক্তচাপ বেড়ে যাওয়ায় হিটস্ট্রোকে তিনি মারা গেছেন।

নিহতের ছেলে আলিফ জানান, তার বাবাকে বরিশালে হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়েছে।

এসএস

RTV Drama
RTVPLUS