• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সন্তানের মৃত্যু, মা-বাবা দগ্ধ 

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ১১:০৪
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সন্তানের মৃত্যু, মা-বাবা দগ্ধ 
ফাইল ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লিংকন (৫) নামে মৃত্যু হয়েছে এক শিশুর। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার বাবা ও মা।

শুক্রবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটির মৃত্যু হয়। আগুনে শিশুটির শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

লিংকন কালিগঞ্জ উপজেলার ডাকবাংলোর কেয়ারটেকার সাইফুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহত লিংকনের দগ্ধ বাবা সাইফুল ইসলাম (৩৫), মা লায়লা বেগম (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টায় সাহরির জন্য রান্না করছিলেন লায়লা বেগম। হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরণ হলে তিনজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করেন।

কালীগঞ্জ ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবু তাহের বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এ ঘটনা ঘটেছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় শিশু লিংকনের মৃত্যু হয়েছে। তার বাবা ও মা ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
X
Fresh