• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পিকআপে মিষ্টি কুমড়ার সঙ্গে ফেনসিডিল

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ০৯:৩০
পিকআপে মিষ্টি কুমড়ার সঙ্গে ফেনসিডিল
পিকআপে মিষ্টি কুমড়ার সঙ্গে ফেনসিডিল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩১৬ পিস ফেন্সিডিল, মিষ্টি কুমড়া বোঝাই পিকআপ ড্রাইভারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ সড়কের শিবপুর ইউনিয়নের শোলাগাড়ী নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, মিষ্টি কুমড়াবাহী দিনাজপুর থেকে মহিমাগঞ্জ হয়ে ঢাকাগামী পিকাআপে করে ফেনসিডিলের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শোলাগাড়ী নামক স্থানে পুলিশের একটি অবস্থান নেয়। পরে পিকআপটি ভোররাতে সেখানে পৌঁছালে পুলিশ পিকআপটি তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করে।

এসময় গাড়ি চালক একাধিক মাদক মামলা আসামি দিনাজপুর জেলার রামনগর কোতোয়ালি থানা এলাকার মৃত সাহাবুল মিয়ার ছেলে শামীম (২৮) ও মৃত রফিকুল ইসলাম রতনের ছেলে রশিদ রাজবীর (২১) কে পিকাআপসহ আটক করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, আটক দুইজন সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬
মাদক সেবনে বাধা, বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা
X
Fresh