• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সুনামগঞ্জে দোয়ারাবাজারে মেছো বাঘ আটক

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২১, ১৮:৫৬
সুনামগঞ্জে দোয়ারাবাজারে মেছো বাঘ আটক
সুনামগঞ্জে দোয়ারাবাজারে মেছো বাঘ আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি মেছো বাঘ আটক করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকাল এগারোটার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রাম থেকে বাঘটিকে আটক করে গ্রামবাসী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম টেংরাটিলার পুরাতন মসজিদের সামনের ধান ক্ষেতে ধান কাটার কৃষকরা বাঘটিকে দেখতে পায়। এসময় কৃষকদের তাড়া পেয়ে বাঘটি ধান ক্ষেতের পার্শ্ববর্তী পানির পাইপে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা জাল দিয়ে বাঘটিকে আটক করে। দুপুর তিনটায় সরেজমিনে গিয়ে বাঘটিকে টেংরাটিলার ডা. রাহাতের বাড়িতে খাঁচায় বন্দী অবস্থায় দেখা যায়। বাঘ আটকের খবর জানাজানি হওয়ার পর সকাল থেকেই এলাকার বিভিন্ন বাড়ির উৎসুক মানুষরা ছুটে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাঘ আটকের খবর ছড়িয়ে পরেছে।

ডা. রাহাত জানান, বাঘ আটকের পর বাঘটিকে খাঁচায় বন্দী করে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, বাঘ আটকের খবর পেয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাঘটিকে উদ্ধার করতে ইতোমধ্যে তাদের একটি টিম রওনা দিয়েছে।
উপজেলা বন কর্মকর্তা নীতিশ চক্রবর্তী জানান, বাঘটিকে স্থানীয়রা উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরোধের জেরে মসজিদে বৃদ্ধকে ছুরিকাঘাত
চোরাই কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিক নিহত
প্রেমিককে বেঁধে প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণ, আ.লীগ নেতা পলাতক
সুনামগঞ্জে বরযাত্রীর গাড়ি উল্টে নিহত ১, আহত ১৫
X
Fresh