Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮

ধান চুরির অভিযোগে ভিক্ষুককে নির্মমভাবে নির্যাতন

ধান চুরির অভিযোগে ভিক্ষুককে নির্মমভাবে নির্যাতন
ধান চুরির অভিযোগে ভিক্ষুককে নির্মমভাবে নির্যাতন

নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে ভিক্ষা করতে গিয়ে আধা বস্তা ধান চুরির অভিযোগে নির্যাতনের শিকার হয়েছেন এক বৃদ্ধ ভিক্ষুক। পরে নির্যাতনকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে ওই গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আবদুল বারেক ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা।

অন্যদিকে বাঁশের খুঁটিতে বেঁধে বৃদ্ধ বারেককে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিওতে দেখা যায় ভুক্তভোগীকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই মৌসুমে প্রতিবছরই হাওরাঞ্চল মদন উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ভিক্ষা করতে আসেন আবদুল বারেক। এ সময় অনেকে তাকে ধানও ভিক্ষা দেন। বুধবার (২৮ এপ্রিল) উপজেলার গোবিন্দশ্রী গ্রামে ভিক্ষা করছিলেন তিনি। পরে বিকেলে গোবিন্দশ্রী গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাসুদ মিয়ার বাড়িতে অবস্থান করার সময় ওই বাড়ির লোকজন তাদের বাড়ি থেকে আধা বস্তা ধান চুরির অভিযোগ তোলেন আবদুল বারেকের ওপর। এ সময় ভুক্তভোগী বারেক তা অস্বীকার করলে মাসুদ তাকে বাঁশের খুঁটিতে বেঁধে রেখে প্রায় দুই ঘণ্টা নির্যাতন করে।

এ বিষয়ে নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, নির্যাতনকারী মাসুদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিএম

RTV Drama
RTVPLUS