• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পচা খেজুর রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২১, ১২:০১
পচা খেজুর রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা
পচা খেজুর রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে ১ লাখ ৬০ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গায় এ অভিযান চালায় র‌্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিহাতী উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুল হাসান।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, কালিহাতীর এলেঙ্গা বাজারে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর অবৈধ মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাবের একটি আভিযানিক দল।

এ সময় রদ্বা চন্দ্র সাহা (২৬), সাইফুল ইসলাম (৪০), ফয়সাল (২০), সবুজ মিয়া (৩০) ও খুসী মোহন দাসের (৫৮) দোকানে পঁচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর পাওয়া যায়। পরে কালিহাতী উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুল হাসান ওই পাঁচ ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
চুয়াডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা
X
Fresh