• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পতেঙ্গায় তেলের ট্যাংকারে আগুন, নিহত ২

আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২১, ১০:৪৩
পতেঙ্গায় তেলের ট্যাংকারে আগুন, নিহত ১
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ট্যাংকারটি থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোকেমিক্যালের জেটিতে ‘এমটি ইরাবতী-১’ নামের ট্যাংকারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনী।

চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা জানান, ট্যাংকারটি গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের উপজাত হিসেবে পাওয়া তরল জ্বালানি কনডেনসেট খালাস করছিল। এসময় আজ সকাল সাড়ে ছয়টার দিকে হঠাৎ ট্যাংকারের ইঞ্জিনকক্ষে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তারপরই ট্যাংকারে আগুন ধরে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুর্ঘটনার পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
X
Fresh