• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খুলনায় ২৪ ঘণ্টায় মারা গেছে ৭ জন, শনাক্ত ১৭৩

আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ১৫:১০
খুলনায় ২৪ ঘণ্টায় মারা গেছে ৭ জন, শনাক্ত ১৭৩
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় খুলনায় আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৭৩ জনের। খুলনা বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৩০ হাজার ৯৮৩ জন। একই সঙ্গে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬৭ জন। এ সময় সুস্থ হয়েছে ২৭ হাজার ৬০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা বুধবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছে। যার মধ্যে খুলনায় দুইজন, সাতক্ষীরার একজন, যশোরে একজন, নড়াইলে একজন, কুষ্টিয়ায় একজন ও চুয়াডাঙ্গায় একজন। নতুন সাতজনসহ বিভাগে মোট করোনায় মারা গেছে ৫৬৭ জন। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ১৪৬ জন মারা গেছে। এ ছাড়া কুষ্টিয়ায় ১০৭ জন, যশোরে ৭২ জন, ঝিনাইদহে ৫০ জন, চুয়াডাঙ্গায় ৫০ জন, সাতক্ষীরায় ৪৪ জন, বাগেরহাটে ৩৩ জন, নড়াইলে ২৪ জন, মাগুরায় ২৩ জন ও মেহেরপুরে ১৮ জনের মারা গেছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাসরঞ্জন হালদার বলেন, খুলনা করোনা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৫ জন। এ সময় সুস্থ হয়েছেন ২৯ জন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh