• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গাছে ওঠায় শিশুর ওপর অমানবিক নির্যাতন

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ১৩:৫৭
Inhuman torture on a child growing on a tree
গাছে ওঠায় শিশুর ওপর অমানবিক নির্যাতন

ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া গ্রামে গাছে ওঠায় সাত বছরের শিশুকে অমানবিক নির্যাতনের দায়ে গুরা মিয়া নামের ৭৮ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সোনাগাজী মডেল থানায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৬ এপ্রিল) বিকেলে মধ্যম চরছান্দিয়া গ্রামের সফি মিস্ত্রির বাড়ির গুরা মিয়ার দোকানের সামনে আমড়া গাছে ওঠে জাহাঙ্গীরের ছেলে যোবায়ের ইসলাম রুহান। বিষয়টি দেখতে পেয়ে অভিযুক্ত বৃদ্ধ গুরা মিয়া ওই শিশুকে গাছ থেকে নামিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর করেন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, মঙ্গলবার (২৭ এপ্রিল) নির্যাতিত শিশুর বাবা থানায় এজাহার দাখিলের পর বৃদ্ধ গুরা মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী হাজতিকে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জন বদলি
যে কারণে জেল থেকে বের হয়েই স্ত্রীকে হত্যা করল স্বামী 
অপবাদ দিয়ে স্কুলশিক্ষককে খুঁটিতে বেঁধে নির্যাতন
প্রবাসীর বিরুদ্ধে স্ত্রীর জরায়ুতে মরিচ দিয়ে নির্যাতনের অভিযোগ
X
Fresh