Mir cement
logo
  • ঢাকা রোববার, ০৯ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ১০:৪৬
আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১২:০২

আইসিসির ভেরিফাইড পেইজে রামগঞ্জ শিশুদের খেলার ছবি

Pictures of Ramganj children's play on ICC verified page
আইসিসির ভেরিফাইড পেইজে রামগঞ্জ শিশুদের খেলার ছবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি বাড়ির আঙিনায় শিশুদের খেলার ছবি স্থান পেয়েছে।

রোববার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে আইসিসির ভেরিফাইড ফেসবুক পেজে ২টি শিশুর ক্রিকেট খেলার ছবি আপলোড দেয়া হয়। মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ছবিটি তুলেছেন মো. শরীফ হোসাইন নামের একজন। এদিকে ওই ছবিটিতে দেশের বিভিন্ন এলাকার ফেসবুক ব্যবহারকারীরা মন্তব্য করে আনন্দ প্রকাশ করেন।

আরও পড়ুন.. সিপিএল খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে উইন্ডিজ

ওই ছবিটিতে দেখা যায়, গ্রামের বাড়ির আঙিনায় দুই শিশু ক্রিকেট খেলছে। হাফ প্যান্ট ও টি-শার্ট পড়া এক শিশুর ব্যাটিং করার মুহূর্ত ও বল করার পর মাথায় টুপি, গেঞ্জি ও লুঙ্গি পড়া অবস্থায় দাঁড়িয়ে আছে। বলারের পাশেই দেখা যাচ্ছে দুটি লাঠির স্ট্যাম্প। আর ব্যাটসম্যানের পেছনের গাছটিই হলো স্ট্যাম্প। বাড়ির টিনের ঘরের সামনে বসার স্থানে অন্য একটি শিশু উপুড় হয়ে তাদের খেলা দেখছে। তবে রামগঞ্জ উপজেলার কোন এলাকার ছবি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পেজ লিংক :

https://www.facebook.com/icc/photos/a.163728620312909/4440093382676390/?type=3

জিএম

RTV Drama
RTVPLUS