• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস প্রতিরোধে কদ্দুছ বয়াতির জনসচেতনতামূলক প্রচারণা

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ এপ্রিল ২০২১, ২১:৩৭
করোনাভাইরাস প্রতিরোধে কদ্দুছ বয়াতির জনসচেতনতামূলক প্রচারণা

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে নেত্রকোনায় কদ্দুছ বয়াতির তার দল নিয়ে এক জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জনস্বার্থে এই প্রচারণা বের হয়।

এসময় নেত্রকোনার কৃতি সন্তান কদ্দুছ বয়াতি তার দল নিয়ে একটি পিকআপে করে সারা শহর প্রদক্ষিণ করে। কদ্দুছ বয়াতি করোনা মহামারীর এই সময়ে সবাইকে মাস্ক পড়াসহ সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য গান পরিবেশন করে। এছাড়াও লকডাউন মেনে চলাচল করার জন্য সবাইকে আহ্বান জানান। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ে শপিং মলে কেনাকাটার জন্য গান পরিবেশন করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান বলেন, করোনার এই দুঃসময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে চলতে হবে। এছাড়াও বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পড়ে বের হতে হবে। আর এই জনস্বার্থে সকলকে অবহিত করার লক্ষেই স্বনামধন্য লোকশিল্পী কদ্দুছ বয়াতির গানের মাধ্যমে এই জনসচেতনতামূলক প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে জনগণের মাঝে কিছুটা হলেও সচেতনতা বাড়বে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh