• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে কেজি দরে তরমুজ বিক্রি করা যাবে না

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ২৭ এপ্রিল ২০২১, ১৯:৫৮
রাজশাহীতে কেজি দরে তরমুজ বিক্রি করা যাবে না
ফাইল ছবি

রাজশাহীতে কেজি দরে তরমুজ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী জেলা প্রশাসন।

তরমুজ চড়া দামে বিক্রি করে আসছিলেন ব্যবসায়ীরা। এতে আপত্তি জানান ক্রেতারা। এর ফলে মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে খুচরা কিংবা পাইকারি বাজারে কেজিদরে তরমুজ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

আজ সকালে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার এবং বিভিন্ন আড়ত পরিদর্শন করে বিক্রেতাদের সতর্ক করে দেন।

সাধারণ ক্রেতারা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বাজারে নামেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার ও কৌশিক আহমেদ। তাদের সঙ্গে জেলা মার্কেটিং অফিসার মনোয়ার হোসেনও ছিলেন।

নগরীর শালবাগানে তরমুজের আড়তগুলোতে গিয়ে দেখা যায়, সেখানে পাইকারিতে দুই হাজার টাকা মণ দরে তরমুজ বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা তা কিনে নিয়ে বাজারে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

রাজশাহীর আড়তে তরমুজ আসে বরগুনা, খুলনা ও চুয়াডাঙ্গা থেকে। রাজশাহীতে এ বছর ১৯ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। জেলার চাহিদা মেটাতে বাইরের থেকে তরমুজ আসে বলে বাজার থাকে আড়তদারদের নিয়ন্ত্রণে। চাহিদা বেশি থাকলেই তারা দাম বাড়িয়ে দেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরমুজের সঙ্গে বা পরে খাবেন না যেসব খাবার
গরম বাড়তেই ঈদের পর ফের বেড়েছে তরমুজের দাম 
রাজধানীতে অর্ধেকে নেমেছে তরমুজের দাম
এবার গরুর মাংস বয়কটের ডাক
X
Fresh