• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

সেফটিক ট্যাংকের বিষক্রিয়ায় শ্রমিক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ এপ্রিল ২০২১, ১৫:৪৯
Workers killed by septic tank poisoning
সেফটিক ট্যাংকের বিষক্রিয়ায় শ্রমিক নিহত

কুড়িগ্রাম পৌর শহরের গোডাউন কামারপাড়া এলাকায় এক বাড়িতে নতুন সেফটিক ট্যাংকের ঢাকনা খোলার পর বিষক্রিয়ায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই শ্রমিককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রতন (৩৩) জেলা সদরের বেলগাছা ইউনিয়নের আতারাম গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, কুড়িগ্রাম পৌর শহরের কামারপাড়া গ্রামের পশু চিকিৎসক ওয়াজেদ মিয়ার ছেলে মামুনের বাড়িতে নতুন সেফটিক ট্যাংকের ঢাকনা খুলে নিচে নামতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শ্রমিক রতন নিচে পড়ে যান। পরে তাকে রশি দিয়ে টেনে তোলার পর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার সরকার জানান, রতন সেফটি ট্যাংকের ভেতরেই বিষক্রিয়ায় মারা গেছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
চোরাই কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিক নিহত
মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে শ্রমিক নিহত
নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে শ্রমিক নিহত
X
Fresh