• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নির্মাণাধীন ডিএনডি পাম্প হাউজের গেটের ছাদ ধসে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ এপ্রিল ২০২১, ১৬:৪৬
নির্মাণাধীন ডিএনডি পাম্প হাউজের গেটের ছাদ ধসে নিহত ১
নির্মাণাধীন ডিএনডি পাম্প হাউজের গেটের ছাদ ধসে নিহত ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার নির্মাণাধীন ডিএনডি পাম্প হাউজের গেটের ছাদ ধসে পড়ে আশরাফুল আলম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। দুপুরে গেটের উপরাংশে ঢালাই দেয়ার সময় হঠাৎ করে তা ধ্বসে পড়ে। আহতরা হলেন- মিরন, জহির, বাদশা মিয়া, এনামুল, হাবিবুর রহমান হাবিব ও আব্দুল মোতালেব।

শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, একজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এ ব্যপারে দায়িত্বে অবহেলা আছে কিনা বা কি কারণে এমন দুর্ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ ইসিবি ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং ডিএনডি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
মিরপুরে নির্মাণাধীন ভবনে বিদ‍্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে প্রাণ গেলো যুবকের
X
Fresh