• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট, নোয়াখালী

  ১৩ এপ্রিল ২০১৭, ১৬:৫৭

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত আরো ১০ জন।

নিহতরা আওয়ামী লীগের সর্মথক বলে জানা যায়। তারা হলেন নূর আলম (৩৫) ও বাহার সরকার (৪৫)।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর কিংয়ের ব্রিজবাজারে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইকবাল আনসারী আরটিভি অনলাইনকে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক ওয়ালি উল্লাহর লোকজন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমর্থকদের বাড়িঘরে হামলা চালান। পরে দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

অনেকদিন ধরেই দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল বলেও উল্লেখ করেন তারা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh